৭ নভেম্বর ২০২৫

টেকনাফে ১ কেজি আইস ও অর্ধলাখ ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বিজিবি। এসময় একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) রাতে ৮টার দিকে নাফ নদীর টেকনাফের উনচিপ্রাং আন নূরের ঘের এলাকায় অভিযান চালিয়ে মাদক জব্দ ও তাকে আটক করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি কমান্ডার লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

আটক মো. ফারুক (৩০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড উনচিপ্রাংয়ের নুর আহমেদের ছেলে বলে নিশ্চিত করেছেন টেকনাফ (২ বিজিবি) অধিনায়ক।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় খবর আসে হোয়াইক্যং উনচিপ্রাং আন নূরের ঘের এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর আওতাধীন উনচিপ্রাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহল দল সংশ্লিষ্ট বেড়িবাঁধ ও কেওড়া বাগানে কৌশলগত অবস্থান গ্রহণ করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকল একজন ব্যক্তি একটি কাঠের নৌকাযোগে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে আসলে, বিজিবি’র টহলদল নৌকাসহ তাকে আটক করে।

টহলদল নৌকাটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে আটক ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর হতে ভারপ্রাপ্ত অপারেশন অফিসারের নেতৃত্বে রাত সাড়ে ১০টার সময় একটি বিশেষ টহল দল হ্নীলা ওয়াবরাং এলাকায় তল্লাশি অভিযান চালায়।

অভিযানে বেড়িবাঁধের পাশে মাটির নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়। জব্দ ব্যাগের ভিতরে এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও আরও ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

জব্দ কাঠের নৌকা হ্নীলা শুল্ক কার্যালয়ে জমা করে আটকের বিরুদ্ধে মাদক বহন ও পাচারের দায়ে মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ