চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১১ দশমিক ৮৪ শতাংশ। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি।
শনিবার (২ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রাদের মধ্যে নগরীর ৩৫ জন, হাটহাজারীর পাঁচজন, সাতকানিয়ার দুইজন ও সীতাকুণ্ডের একজন রয়েছেন।













