বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫০ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৬৪ জনে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩৫১ জন।
রোববার (৩ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১ জুলাই একজনের মৃত্যু হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৯৭টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।
নতুন আক্রান্ত ৪৫ জন মহানগর এলাকার এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩৫১ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৭৩০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬২১ জন।













