১২ নভেম্বর ২০২৫

হালদায় অভিযান, ৪ হাজার মিটার জাল জব্দ

বাংলাধারা প্রতিবেদক »

হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৪ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশের সদস্যরা।

রোববার (৩ জুলাই) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত হালদা নদীর ছায়ারচর ও কচুখাইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, হালদা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাতানো অবস্থায় দাবিদারহীন অবৈধ ২টি ঘের জাল (প্রতিটি ২ হাজার করে ৪ হাজার মিটার) জব্দ করা হয়।

তিনি বলেন, হালদা নদীতে অভিযান ও টহল অব্যাহত আছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ