১২ নভেম্বর ২০২৫

বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে নিখোঁজ ও হতাহতদের ইউকে সীতাকুণ্ড সমিতির অনুদান প্রদান

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ ও হতাহতদের মাঝে প্রায় ৬ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে ইউকে সীতাকুণ্ড সমিতি।

রোববার (৩ জুলাই) সকাল ১১ টার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউকে সীতাকুণ্ড সমিতির প্রতিনিধি দল এ সহায়তা প্রদান করেন।

সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউলি আলমের সভাপতিত্বে সমিতির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর মুখপাত্র মো. আশ্রাফুল আলম ভুঁইয়ার সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় হতাহতদের ব্যক্তিগত ও পারিবারিক অবস্থা বিবেচনা করে ২ পরিবারকে ২ লাখ টাকা, ৪ পরিবারকে ৫০ হাজার টাকা, ৩ পরিবারকে ৩৫ হাজার টাকা এবং ২ পরিবারকে ৩০ হাজার টাকা করে ১১ পরিবারকে মোট ৫ লাখ ৬৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

এছাড়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি (সাবেক) আলিম উল্ল্যাহ রাহাত তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে উপস্থিত সকল হতাহতদের পরিবারকে ২ হাজার টাকা করে সহায়দা প্রদান করেন।

যারা যারা এ অর্থ সহায়তা পেয়েছেন : মোঃ ইয়াসিন হান্নান (আহত), মোঃ রিয়াজ উদ্দিন (আহত), সায়েদ হোসেন রিফাত (আহত), আবুল হাশেম ড্রাইভার (নিখোঁজ), আবদুল মনির হাসান (নিখোঁজ), মোঃ আফজাল হোসেন (নিহত), আবদুস সামাদ (আহত), মোঃ ফারুক (আহত), তফাজ্জল হক (আহত), মোঃ নুরুল আবসার (আহত), মোঃ শাহজাহান ড্রাইভার (নিখোঁজ)।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট কবি ও সাংবাদিক মিল্টন রহমান, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম মুরাদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ.ফ.ম বোরহান, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু প্রমুখ ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ