বাংলাধারা প্রতিবেদক »
নাম তার ইফতেখার হাসান। বয়স সবে আঠারো। চোরাই সিএনজির ব্যবসা করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তার বাবা বদিউল আলম গ্রেফতার হওয়ার পর সেই ব্যবসার হাল ধরেন তিনি। সিএনজি চুরি করে আনা হতো চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে,। তবে তাঁর ব্যবসায় বাধ সাধে র্যাব। বাবার পর তাকেও গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৭।
শনিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার মুহুরীহাট বটতল হযরত মোমেন শাহ সিএনজি গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ওই গ্যারেজ থেকে চোরাই ও রেজিস্ট্রেশন নম্বরবিহীন ৫টি সিএনজি উদ্ধার করা হয়। সিএনজিগুলোর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
গ্রেফতার ইফতেখার হাসান হাটহাজারী থানার মহুরীহাট বটতল এলাকার বদিউল আলমের ছেলে।
র্যাব জানায়, গত কিছুদিন যাবৎ চট্টগ্রাম জেলার হাটহাজারী সহ আশ-পাশের বিভিন্ন এলাকায় সিএনজি চুরির ব্যাপারে অভিযোগ আসছিলো তাদের কাছে। এরপরই গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মুহুরীহাট বটতল হযরত মোমেন শাহ সিএনজি গ্যারেজে অভিযান পরিচালনা করে ইফতেখার হাসানকে গ্রেফতার করে তারা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বাংলাধারাকে বলেন, ‘মুলত ওই চোরাই সিএনজির ব্যবসা তাঁর বাবা পরিচালনা করতেন। তাকে দুইমাস আগে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করলেও তাঁর ছেলে ইফতেখার ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।‘
‘এসময় ৫টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লক্ষ টাকা’- যোগ করেন র্যাবের এই কর্মকর্তা।
গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে সংশ্লিষত থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।













