২৩ অক্টোবর ২০২৫

রেলের টিকিট কালোবাজারিতে খোদ আরএনবি সদস্য, হাতেনাতে ধরা ২

বাংলাধারা প্রতিবেদক »

ঈদযাত্রায় বেড়েছে রেলের যাত্রীদের চাপ। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও বাড়ি ফিরতে টিকেট ক্রয়ের জন্যে ভিড় করছেন যাত্রীরা। আর এই সুযোগে টিকেট কালোবাজারিরাও যেন নেমেছে কোমড় বেঁধে। কালোবাজারির তালিকা থেকে বাদ যায়নি রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরাও। পোশাক পরেই দুই আরএনবি সদস্য উচ্চমূল্যে বিক্রি করছিল রেলের টিকেট। ওই সময় টিকেটসহ হাতেনাতে তারা ধরা পড়ে র‍্যাবের হাতে।

রোববার (৩ জুলাই) রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম স্টেশনের জিআরপি থানার পাশে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯টি টিকেট এবং টিকেট বিক্রয়ের মোট ১৩ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

আটক দুই আরএনবি সদস্য হলো— বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. রবিউল হোসেন (৩৯) ও মো. ইমরান হোসেন (২৭)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন ভূঞা বাংলাধারাকে বলেন, ‘গোপন সংবাদে অভিযান চালিয়ে রেলওয়ে শ্রমিক লীগ অফিসের সামনে থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে উচ্চমূল্যে টিকেট বিক্রির সময় আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ঢাকাগামী ৯টি ট্রেনের টিকেট এবং নগদ ১৩ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক দুই আরএনবি সদস্যকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্যে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন