বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের লামা উপজেলায় শফিউল কাদের (২০) নামে এক মোটরসাইকেল চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাতে আজিজনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাজিরাম পাড়া রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আজ সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শফিউল কাদের সড়ই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পদ্দান ঝিরি পাড়া গ্রামের মো. ইউনুছের ছেলে।
আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, ঘটনার ব্যাপারে তিনি শুনেছেন। ঘটনাস্থলের পুলিশ টিম গেছে বলে জানান তিনি।
সরই ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিছ কোম্পানি জানান, সরই বাজার থেকে দুই যুবক শফিউল নামের মোটরসাইকেল চালককে ভাড়া নিয়েছিলেন। পরে ওই দুইজন যাত্রীকে নিয়ে আজিজনগর উদ্দেশে রওনা হলে রাবার বাগানে তাকে ফেলে চলে যায়। পরে সকালে লাশটি দেখতে পেলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
আজিজনগর পুলিশ ফাঁড়ি উপ- পরিদর্শক তপু শাহ বলেন, ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।













