৭ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে আরও ৩০ জনের করোনা শনাক্ত

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় এদিন শনাক্তের হার কমেছে। গতকাল নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৯ শতাংশ হলেও আজকে তা কমে ১০ দশমিক ৭৫ শতাংশে নেমেছে। তবে এদিন কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৫ জুলাই) সিভিল সার্জন কর্তৃক প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এইদিন অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। যার মধ্যে ২৬ জন নগরীর এবং বাকি ৪ জনের ২ জন লোহাগাড়া, একজন হাটহাজারী এবং অপরজন ফটিকছড়ির।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৪৭৪ জনে। যার মধ্যে নগরের ৯২ হাজার ৮৩৮ জন এবং ৩৪ হাজার ৬৩৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অন্যদিকে প্রাণঘাতী এ ভাইরাসে আক্তান্ত হয়ে শুরু থেকে নগর ও উপজেলা মিলে মোট মৃত্যু হয়েছে এ ১ হাজার ৩৬৫ জনের। এদের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ