৭ নভেম্বর ২০২৫

বাকলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য ধরা

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর বাকলিয়ার সৈয়দ শাহ রোডের ওয়াপদা গেট এলাকা থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি টু-টু বোর পিস্তল, ১টি চাইনিজ কুড়াল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৪ জুলাই) রাত পৌনে দশটার দিকে মোরশেদ নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে তাদের আটক করে পুলিশ।

আটক চারজন হলো—­ মো. মামুন (২৪), এমরান হোসেন বাবলু (২২), মো. রুবেল হোসেন (১৯) ও মো. বাদশা (২২)।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ শাহ রোডের ওয়াপদা গেটের বিপরীতে মোরশেদ নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি টুটু পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।’

আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ