৭ নভেম্বর ২০২৫

মামলা বাবদ রাজস্ব আদায় ২০৯ কোটি টাকা

শাহ আব্দুল্লাহ আল রাহাত »

সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থ বছরে মামলা বাবদ ২০৯ কোটি ২৬ লক্ষ টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট। যেখানে ৯১টি প্রতিষ্ঠানে রাজস্ব জড়িত ছিল ২২০ কোটি ৬৫ লাখ টাকা। তবে শুধুমাত্র ৮২টি প্রতিষ্ঠান ও এক ব্যাক্তি  থেকে রাজস্ব আদায় করা হয়েছে ২০৯ কোটি ২৬ লাখ টাকা। যার মধ্যে রাজস্ব ও অর্থদণ্ড বাবদ সর্বোচ্চ ১৯৮ কোটি ৮০ লাখ ৮১ হাজার ৩৫ টাকা পরিশোধ করেছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।

গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৯১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম, রাজস্ব ফাকিঁসহ আরও নানা কারণে দায়েরকৃত মামলার বিচারাদেশ সম্পন্ন হয়। এর মধ্যে আপিল চলমান রয়েছে সার্ক গার্মেন্টস, ব্র্যান্ডন্যাশন লিমিটেড, এমএস টয় উুডস কোম্পানি লিমিটেড, মাল্টি সাফ বিডি লিমিটেড, এম পাপেলা লিমিটেড, এম এস পদ্মা ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, এম এস ইউ এফ এম লিমিটেড, এম এস এইচ.কে.ডি ইন্টারন্যাশানাল সহ মোট ৮টি প্রতিষ্ঠানের। এসব প্রতিষ্ঠানের কাছে রাজস্ব আটকে আছে ১১ কোটি ৩৯ লাখ টাকা।

বাকি ৮২ প্রতিষ্ঠানে বিচার আদেশ মেনে নিয়ে জড়িত রাজস্ব পরিশোধ করেন। এছাড়া মামলা বাবদ ২ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করেন মো. আলাউদ্দিন বাবলু নামে এক ব্যাক্তি।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশানরেট কমিশনার একেএম মাহবুবুর রহমান বাংলাধারাকে জানান, ‘বিদায়ী অর্থ বছরে শুধু মাত্র মামলা সংক্রান্ত রাজস্ব আদায় হয়েছে ২০৯ কোটি  ২৬  লক্ষ টাকা।’

তিনি আরো বলেন, ‘নিবারক তৎপরতার কারণে মাধ্যমে শত কোটি রাজস্ব আহরণ সম্ভব হয়েছে। মামলা খাত হতে আদায়কৃত রাজস্বের পরিমাণ মোট রাজস্বের ২১.৩৪ শতাংশ।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ