৭ নভেম্বর ২০২৫

বোয়ালখালীর ৩০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ সার

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে বিনামূল্যে বীজ সার পেয়েছেন ৩০০ কৃষক। মঙ্গলবার (৫ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসি জাতের আমন ধান চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে এ বীজ সার বিতরণ করে।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আতিক উল্লাহ’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল ও সাধারণ সম্পাদক শাহদাত হোসেন।

সভায় কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, প্রতিজন কৃষককে ৫ কেজি উপসি ধান বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। কৃষকদের স্মার্ট কৃষি কার্ড করার জন্য পাইলট প্রকল্প হাতে নিয়েছে সরকার। এপ্রকল্প বাস্তবায়ন হলে কৃষকরা আরো উপকৃত হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ