৭ নভেম্বর ২০২৫

চিটাগাং উইম্যান চেম্বারে শুরু হলো তিন দিনব্যাপী ঈদ বাজার

বাংলাধারা ডেস্ক »

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক পণ্য বিক্রয়ের ফ্ল্যাটফর্ম উই বাজার উদ্যোগে এবং সিডব্লিউসিসিআইর সহযোগিতায় ৩ দিনব্যাপী ঈদ বাজার শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) থেকে আগ্রাবাদের চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে এ ঈদ বাজার শুরু হয়।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ এবং এফবিসিসিআইর পরিচালক ডা. মুনাল মাহবুব প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য এই ধরনের মেলা আয়োজন অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা অনলাইন ভিত্তিক ব্যবসা পরিচালনা করেন তারা এই ধরনের মেলায় অংশগ্রহনের মাধ্যমে সরাসরি খুচরা ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি এর পরিচালক নুজহাত নূয়েরী কৃষ্টি। মেলায় অনলাইন ভিত্তিক ২০জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশগ্রহন করেন। মেলা আগামী ৭ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ