৭ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

বাংলাধারা প্রতিবেদক »

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক এমডি রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে নগরের চকবাজার থানার ডিসি রোডের ব্যবসায়ী চৌধুরী নাঈম সরোয়ার বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ইভ্যালির লোভনীয় বিজ্ঞাপন দেখে প্রভাবিত হন ব্যবসায়ী চৌধুরী নাঈম সরোয়ার। এরপর ১ লাখ ৬০ হাজার টাকার একটি মোটরসাইকেল অর্ডার করেন তিনি। কিন্তু অর্ডার করে টাকা পরিশোধ করার পর দীর্ঘসময় অতিবাহিত হলেও তাকে মোটরাইকেলটি দেয়া হয়নি। ইভ্যালির অফিসে অভিযোগ করলে তারা একটি চেক দিলেও ব্যাংকে জমা দেওয়ার পর এই চেকও ‘ডিসঅনার’ হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসনাত। তিনি বলেন, ‘ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক এমডি রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার আবেদন করলে আদালত মামলাটি গ্রহণ করে তাদের বিরুদ্ধে সমন জারি করেন।’

প্রসঙ্গত, গাড়ি, মোটরসাইকেল, গৃহস্থালির আসবাবপত্র, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্য অর্ধেক দামে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের নজরে এসেছিল ইভ্যালি। তাদের চমকদার অফারের ‘ফাঁদে’ পা দিয়ে অনেকেই বিপুল অংকের টাকা অগ্রিম দিয়ে পণ্যের অর্ডার করেছিলেন। কিন্তু মাসের পর মাস অপেক্ষা করেও তাদের অনেকে পণ্য বুঝে পাননি; ইভ্যালি অগ্রিম হিসেবে নেওয়া টাকাও ফেরত দেয়নি।

এরপরপরই ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে ইভ্যালিসহ আরও বেশ কিছু ই-কমার্স কোম্পানির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভে নামে গ্রাহকরা। তখন বেশ কিছু মামলাও হয়। এরকমই এক গ্রাহকের করা মামলায় গত বছর ১৬ সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর থেকে এই দম্পতির বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ