২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে শনাক্ত বেড়ে ১৯ শতাংশ, মৃত্যু নেই

বাংলাধারা প্রতিবেদক »

বন্দরনগরী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪২১টি নমুনা পরীক্ষার বিপরীতে ৮০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় এদিন শনাক্তের হার ছিল ১৯ শতাংশ। তবে এদিন কারও মৃত্যু হয়নি।

বুধবার (৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে ৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। যার মধ্যে ৭৩ জন নগরের বাসিন্দা এবং বাকি ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৫৫৪ জন। যার মধ্যে নগরের ৯২ হাজার ৯১১ জন এবং উপজেলার ৩৪ হাজার ৬৪৩ জন। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৬৫ জন। যার মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন