২৪ অক্টোবর ২০২৫

স্বামীর সঙ্গে ঝগড়া—নগরে একদিনে দুই গৃহবধূর আত্মহনন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের বন্দর থানার কলসি দিঘীর পাড় এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাতেমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৫ জুলাই) বিকেল ৩ টার দিকে সিয়াম বিল্ডিং ৭ম তলা থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। ফাতেমা বেগম পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, ‘স্বামীর সঙ্গে কথা কাটাকাটি করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাতেমা বেগম আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে তারা গিয়ে লাশটি উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

এদিকে একইদিন দুপুরে নগরের পাহাড়তলী থানা এলাকার সরাইপাড়া পেট্টোল পাম্পের পেছনের নাসির ভবনে স্বামীর সঙ্গে ঝগড়া করে লিপি শীল (২৬) নামে আরও এক গৃহবধূ আত্মহত্যা করেন। লিপি শীল একই এলাকার উজ্জ্বল শীলের স্ত্রী।

আত্মহত্যার বিশয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘ঘরের দরজা বন্ধ করে লিপি শীল নামে ওই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন