বাংলাধারা প্রতিবেদক »
মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণ করা ৭৭ জন জলদস্যুদেকে ঈদ-উল-আযহার উপহার সামগ্রী দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)। এ সময় তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভা করা হয়।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১১টায় পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তন হলে র্যাব-৭ এর মহাপরিচালক আবদুল্লাহ আল-মামুনের পক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, র্যাব-৭ এর লে. কর্নেল এম এ ইউসুফ, কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার সাইকা সাদাত, সহকারী পুলিশ সুপার মো. রায়হান উদ্দিন মুরাদ, পেকুয়া থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
র্যাব জানায়, বিশেষ অভিযান এবং কঠোর পর্যবেক্ষণের মাধ্যমে ২০১৮ সালে ৪৩ জন এবং ২০২০ সালে ৩৪ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়। তাদের আত্মসমর্পণ করার পর র্যাবের পক্ষ থেকে তাদের বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করা হয়। যার মাধ্যমে তারা স্বাভাবিক জীবন যাপন শুরু করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলাধারাকে বলেন, ‘জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার এবং প্রণোদনা প্রদান করে আসছি আমরা। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রামের মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণ করা আলোর পথের অভিযাত্রীদের (জলদস্যু) মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।’
বাংলাধারা/এসআরটি













