কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফে ২ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ৫৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও মোটলরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
বুধবার (৬ জুলাই) ভোর রাতে হ্নীলা অবরাং পোস্টের পার্শ্বে নাফ নদী বেড়ীবাঁধের কিনারা হতে এসব মাদক জব্দ করা হয়।
আটক ফোরকান (২৫) হ্নীলা ইউনিয়নের দরগাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ফোরকান।
বিজিবি সূত্র জানায়, বুধবার ৬ জুলাই ভোর রাতে হ্নীলা অবরাং পোস্টের পার্শ্বে নাফ নদী বেড়ীবাঁধ দিয়ে মাদকের চালান আসবে। খবর পেয়ে সেখানে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপি’র একটি চোরাচালান বিরোধী টহলদল। ভোররাতে একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে এসে বেড়ীবাঁধের উপরে অপেক্ষারত ৩ জন লোকের হাতে ১টি ব্যাগ হস্তান্তর করে ইঞ্জিন চালিত নৌকাটি ঘুরিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে চলে যেতে থাকে। তখন বিজিবি টহলদল চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ২ জন চোরাকারবারী রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হলেও অপর চোরাকারবারী ফোরকান (২৫)-কে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাকারবারির কাছে পাওয়া প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১ কেজি ৫৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে বেড়ীবাঁধের পাশে রাখা চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি দামি মোটরসাইকেলও জব্দ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখা জানান, আটককৃত এবং পলাতক অপর ২ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেলসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।













