২৪ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

হাটহাজারী প্রতিনিধি  »
চট্টগ্রামের হাটহাজারীতে ঘরে টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ জুলাই) দুপুরে উপজেলার মদুনাঘাট ওয়াপদা কলোনির গণি মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত দেলোয়ার ওই এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘরে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয়েছে। মরদেহ ময়নাতদেন্তের স্বার্থ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন