৪ নভেম্বর ২০২৫

উপাচার্যের পিএসের পদাবনতি, কর্মচারী চাকরিচ্যুত

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত অডিও ফোনালাপ ফাঁসের ঘটনায় উপাচার্যের সাবেক পিএস খালেদ মিসবাহুল মোকর রবীনকে পদাবনতি ও কর্মচারী আহমেদ হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে।

নগরীর চারুকলা ইনস্টিটিউটে বৃহস্পতিবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৮তম বিশেষ সভায় তদন্ত কমিটির এসব সুপারিশ গৃহীত হয়। তদন্ত কমিটির আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (৬ জুলাই) আমরা রিপোর্টটা জমা দিয়েছিলাম। আজকে সিন্ডিকেটে সেটা গৃহীত হয়েছে। মোট ১০টি সুপারিশ করা হয়েছিল এবং সবগুলোই গৃহীত হয়েছে।

সুপারিশগুলোর মধ্যে আরও রয়েছে, রেজিস্ট্রার অফিসের শিক্ষক নিয়োগ শাখার সেকশন অফিসার মো. সাকির মিয়াকে বদলি করা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীদের আবেদনের জন্য ২১ কর্মদিবস সময় দেওয়া। ইন্টারভিউয়ের তারিখের পর প্রার্থীদের ১০ কর্মদিবস সময় দেওয়া।

এছাড়া, ইন্টারভিউয়ের তারিখ নির্ধারিত হলে সঙ্গে সঙ্গে প্রার্থীকে ইমেইলে পাঠানো, তারপর রেজিস্টার্ড ডাকে পাঠানো। নিয়োগসংক্রান্ত অফিসগুলোতে যেন প্রয়োজনীয় আসবাবপত্র, জায়গা এবং সিসি ক্যামেরা থাকে। নিয়োগের জন্য যারা ফোন করে এরকম টাকা চান সেসব চক্রকে বের করার জন্য ফৌজদারি মামলা করা।

এর আগে, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত কয়েকটি অডিও ফোনালাপ ফাঁস হয়। এ ঘটনায় গত বছর ৯ জানুয়ারি হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ৫ মার্চ সিন্ডিকেট সভায় এই নিয়োগ বোর্ডের সুপারিশ বাতিল ও জড়িতদের শনাক্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে, গত ১৬ মার্চ পিএস রবীন ও আহমেদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

বাংলাধারা/এসএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ