৫ নভেম্বর ২০২৫

‘নেপাল-বাংলাদেশের মুসলিম সংস্কৃতি বিনিময়ে যৌথ উদ্যোগ প্রয়োজন’

বাংলাধারা ডেস্ক »

নেপাল-বাংলাদেশের মুসলিম সংস্কৃতি বিনিময়ে দুই দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন নেপালের মুসলিম কমিশনের প্রেসিডেন্ট শামীম মিয়া আনছারী।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার মুসলমানদের শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব দৃঢ় করতে ধর্মীয় সংস্কৃতি বিনিময়ে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে। উপমহাদেশে ইসলামের ইতিহাস অতিসমৃদ্ধ কিন্তু তা প্রচারে আমরা ব্যর্থ। ইসলামকে নানাভাবে বিকৃত আকারে উপস্থাপন করা হচ্ছে, যা অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে হাস্যকর ও অসম্মানজনক। নেপালের সংখ্যালঘু মুসলমানরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানসমূহ উদযাপন করছে। বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১৫ জুলাই) নেপালের মুসলিম কমিশনের প্রেসিডেন্টসহ অন্যান্য সদস্যদের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, মুসলিম কমিশনের সদস্য এডভোকেট মাহামাদীন আলী, মির্জা এরশাদ বেগ, মোহাম্মদ শামসুল হক।

উক্ত মনবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নেপালের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. নজির মিয়া, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নিউজ বিএনএ এর সম্পাদক মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক বঙ্গবন্ধু গবেষক ড. মুহম্মদ মাসুম চৌধুরী।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ