বাংলাধারা প্রতিবেদক »
ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জাহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় শারমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলেসহ আহত হয়েছে আরও দুইজন।
শনিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে গহিরা-হেঁয়াকো সড়কে মিনিট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার ভুজপুর উত্তর শৈলকূপা এলাকার আবু তাহেরে স্ত্রী।
এ ঘটনায় আহতরা হলেন— নিহত শারমিন আক্তারের ছেলে মোকারক হোসেন (৯) ও বোনের মেয়ে শম্পা কলি (১২)। তবে অটোরিকশা চালকের নাম জানা যায়নি।
জানা গেছে, নিহত ওই গৃহবধূ তার ছেলে ও বোনের মেয়েকে নিয়ে পাইন্দং থেকে ভুজপুর শৈলকূপা গ্রামে যাচ্ছিলেন। এসময় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, ‘সকাল ৯টার দিকে আহত অবস্থায় ৪ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে শারমিন আক্তার নামের একজনের মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’













