৫ নভেম্বর ২০২৫

ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদক »

ফটিকছড়ির ভুজপুরে নিখোঁজের একদিন পর পুকুরে ভাসমান অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অন্তরা দে (৩২) উপজেলার নারায়ণহাট এলাকার টিটু গুপ্তের স্ত্রী।

শনিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর জোসখোলা পদ্মাপুকুর থেকে তার মরদেহ করা হয়।

জানা যায়, দুই বছর আগে যিশুর সঙ্গে বিয়ে হয় অন্তরার। তাদের একবছর বয়সী একটি সন্তান রয়েছে। গত শুক্রবার (১৫ জুলাই) রাতে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় অন্তরার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। একদিন পর শনিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী গণামধ্যমকে বলেন, ‌‘গতকাল থেকে নিখোঁজ ছিলেন গৃহবধূ অন্তরা। রাতে খবর পেলে গিয়ে তল্লাশি চালিয়েছি। তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছিলাম। সকালে খবর পেয়ে ৯টার দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই গৃহবধূর মহরদেহ উদ্ধার করি। পরে মরদেহটি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠোনো হয়েছে।’ মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি বলেনও জানান ওসি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ