৫ নভেম্বর ২০২৫

হজ শেষে চট্টগ্রাম ফিরলেন প্যানেল মেয়র লিটন

বাংলাধারা প্রতিবেদক »

পবিত্র হজ পালন শেষে ১৯ দিন পর সৌদি আরব থেকে দেশে ফিরলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র ও ২৫নং রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর লিটন।

শুক্রবার (১৫ জুলাই) সকালে বাংলাদেশ বিমান যোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি পৌঁছেন। পরে বাসায় ফিরেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই পবিত্র হজ পালিত হয়। এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তাঁরা। এবার বিদেশ থেকে সাড়ে আট লাখসহ মোট ১০ লাখ মুসুল্লিকে নিয়ে হজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ