২৩ অক্টোবর ২০২৫

চবিতে ছাত্রী হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীকে শারীরিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বুধবার (২০ জুলাই) বেলা সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শীঘ্রই দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি দিবেন বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন লিঙ্গ বৈষম্য চর্চা করছেন। তারা ছাত্র আর ছাত্রীদের জন্য আলাদা নিয়ম করেছেন। ছাত্রীদের ১০টার মধ্যে হলে থাকতে হবে— নির্দেশ দিয়েছেন। অথচ ছাত্রদের বেলায় এ নিয়ম নেই।’

ফিশারিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বাগতমী বড়ুয়া বলেন, ‘হলের পাশেই আমরা নিরাপদ না। তাহলে নিরাপদ কোথায়। বারবার হেনস্তা থেকে শুরু করে ধর্ষণ চেষ্টার ঘটনা পর্যন্ত ঘটছে। বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এখন পর্যন্ত কার্যকরি কোনো পদক্ষেপ নিতে পারেনি৷ এসব ঘটনা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি৷’

বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘গত রোববার হলের পাশে নিপীড়নের ঘটনা ঘটেছে তা ন্যাক্কারজনক। শীঘ্রই এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে হবে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। পাশাপাশি ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

প্রসঙ্গত, গত রোববার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় ৫ জন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সাথে থাকা তার বন্ধু বাধা দিলে তাকেসহ ওই ছাত্রীকে মারধর করেন৷ এসময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যান। এছাড়াও তাদেরকে ওই জায়গা থেকে একটু দূরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে বলেও জানান ভুক্তভোগী ওই ছাত্রী।

বাংলাধারা/এসএস

আরও পড়ুন