সুরাইয়া রহমান তন্নী »
করোনা সংক্রমণ রোধে একযোগে দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালন করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৯ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীর ৪১টি ওয়ার্ডে সকাল ৯টা থেকে সারা দিন টিকা প্রদান করেছে। একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালেও গণ বুস্টার ডোজের টিকা প্রদান করা হয়েছে।
চট্টগ্রামে নগরীসহ জেলা পর্যায়ে ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৬২ হাজার টিকা গ্রহীতাকে বুস্টার ডোজের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ, কিন্তু প্রতিষেধক নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৮৭ জন মানুষ। এর মধ্যে নগরীতে দিয়েছেন ৩৯ হাজার ৮৭৮ জন নারী-পুরুষ এবং ১৪ উপজেলা মিলে ১ লাখ ৪১ হাজার ৩০৯ জন টিকা দিয়েছেন।
নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে ২টি করে মোট ৮২টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ১ হাজর ও কেন্দ্রে ৫শ করে বুস্টার ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা ঠিক করেছে চসিক। চসিকের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ৪৭ হাজার টিকা।
সরেজমিন চট্টগ্রামের জেনেরাল হাসপাতাল টিকাদান কেন্দ্রে দেখা গেছে, ১ম ও ২য় ডোজের তুলনায় কম ভিড় ছিল, টিকা গ্রহীতাদের মধ্যে ষাটোর্ধ্বদের সংখ্যা বেশি ছিল। আবার অনেকেই দেখা যায়, প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণের কার্ড ছাড়াই এসেছেন টিকা নিতে।
অন্যদিকে, দ্বিতীয় ডোজ গ্রহণের জন্যও এসেছেন অনেকেই। আঠারো বছরের বেশি যে কেউ ২য় ডোজ নেওয়া চার মাস পূর্ণ হলে বুস্টার ডোজ নিতে পেরেছেন। সেই সাথে নিয়মিত কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় ডোজের স্বাভাবিক কার্যক্রমও চলমান ছিল।