বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর খুলশী থানার জিইসি এলাকায় গৃহবধূকে ছয় যুবক মিলে ধর্ষণের খবর জাতীয় জরুরি সেবা নম্বরের (৯৯৯) মাধ্যমে খুলশী থানাকে জানিয়েছিলেন রিকশাচালক মো. আব্দুল হান্নান। তার এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে তিন ধর্ষণকারীকে গ্রেফতার করেছিল।
বুধবার (২০ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কার্যালয়ে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় রিকশাচালক মো. আব্দুল হান্নানের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আমির জাফর ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান।
এর আগে রোববার (১৭ জুলাই) দিনগত রাতে এক গৃহবধূ রিকশায় করে বাসায় ফেরার পথে তিন যুবক রিকশা থামিয়ে ওই নারীকে জোরপূর্বক সাদিয়া কিচেন সংলগ্ন ফ্লাইওভারের নিচের একটি টঙ ঘরের ভেতরে নিয়ে যায়।
তখন ওই রিকশাচালক কিছুদূর এগিয়ে আরেক রিকশাওয়ালাকে ঘটনা খুলে বলেন। আবদুল হান্নান নামের ওই রিকশাচালক তখন ৯৯৯–এ ফোন করলে পুলিশ এসে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার এবং তিন ধর্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনার পর আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে ওই গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।