৭ নভেম্বর ২০২৫

প্রথমবার একসঙ্গে তিন খান

বাংলাধারা বিনোদন »

বলিউডের তিন সুপারস্টার শাহ রুখ খান, আমির খান ও সালমান খান। তাদের এক সাথে দেখার ইচ্ছে যেনো বহু বছরের বহু ভক্তদের। ভক্তদের সে স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে হয়তো।

জানা গেছে, দক্ষিণ ভারতের পরিচালক এ আর মুরুগাদোস আমির খানের সঙ্গে দেখা করেছেন।

পরিচালক জানান, তিনি তিন খানকে নিয়ে কাজ করতে চান। মিস্টার পারফেকশনিস্ট এই প্রজেক্টে কাজ করতে আগ্রহী। আমির ও পরিচালক মিলে শাহরুখ ও সালমান খানকে একত্রিত করার পরিকল্পনা শুরু করে দিয়েছেন।

বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিবেদনে জানা গেল, সম্প্রতি মুরুগাদোস অভিনেতাদের নিয়ে গোপন বৈঠক করেছেন। সেখানে অভিনেতাদের স্ক্রিপ্টের ধারণা দেওয়া হয়েছে। তাদের সেটা পছন্দও হয়েছে বলে জানান তিনি।

তবে এখনও ঠিক হয়নি সিনেমার নাম। অভিনেতারাও এখনও চুক্তিবদ্ধ হয়নি। তাদের সঙ্গে নায়িকা হিসেবে কারা থাকবেন সে বিষয়েও কিছু জানা যায়নি।

পরিচালক জানিয়েছেন, খুব শিগগির এ বিষয় নিয়ে তারা আবার বসবেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ