৭ নভেম্বর ২০২৫

কক্সবাজার সৈকতে নিখোঁজের ৭ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার সৈকতের ইনানী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া ঢাকার স্কুল শিক্ষার্থীর মরদেহ অবশেষে উদ্ধার হয়েছে। দীর্ঘ সাড়ে ৭ঘন্টা পর ইনানী সৈকত থেকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লাইফগার্ড কর্মীরা তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে ৪ কাজিন গোসলে নেমে এ নিখোঁজের ঘটনা ঘটেছিল।

মৃত আবদুল্লাহ (১৬) ঢাকার মহাখালী ডিওএইচএস’র বাসিন্দা কর্নেল ডা. শহিদের ছেলে। সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এস এস সি পরিক্ষার্থী ছিল।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, সাগরে হারিয়ে যাওয়া আবদুল্লাহ’র মরদেহ বুধবার বিকেল ৬ টায় ডেলপাড়া এলাকার বিচে ভেসে আসে। লাশটি ট্যুরিস্ট পুলিশ, সি সেইফ লাইফগার্ড ও বিচ কর্মীদের সহযোগীতায় উদ্ধার করা হয়। পরে পিতা কর্নেল শহিদের আবেদেনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়।

এসময় কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত (এডিএম) আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল জানান, সামরিক বাহিনীর ডাক্তার কর্ণেল শহীদ পরিবার ও স্বজনদের নিয়ে রয়েল টিউলিপ হোটেলে উঠেন। বুধবার বেলা ১১টার দিকে কর্ণেল শহীদের ছেলে আবদুল্লাহ তার ৪ কাজিন মিলে অভিভাবকদের না জানিয়ে বে-ওয়াচ আর সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পার মাঝামাঝি বিচে গোসলে যায়। উত্তাল ঢেউয়ে গোসল শেষে ৪ জনে ৩ জন উপরে উঠতে পারলেও আবদুল্লাহ ঢেউয়ের সাথে ডুবে যায়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ