চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার হাটহাজারী থানায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত শুরু করছি।’
ভুক্তভোগী ছাত্রীটি জানান, ‘প্রীতিলতা হলসংলগ্ন এলাকায় বন্ধুর সঙ্গে হাঁটছিলেন তিনি। এ সময় পাঁচ তরুণ তাদের গতিরোধ করে জেরা করতে থাকে। একপর্যায়ে দুজন কোনো কারণ ছাড়াই তাদের মারধর করে।’
ওই ছাত্রী আরও বলেন, ‘প্রায় এক ঘণ্টা আটকে রেখে তিনি ও তার বন্ধুকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ওই তরুণেরা। এছাড়া মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং সেটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁদের মানিব্যাগ ও মুঠোফোন কেড়ে নিয়ে তারা চলে যায়। তাদের কথাবার্তা ও পোশাক দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘বিষয়টি শোনার আমরা গুরুত্বের সাথে দেখছি। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীটির সাথে কয়েক দফা আমরা বসেছি। প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জের সহযোগিতায় মেয়েটি মামলাও করেছে। আমরা সাফ জানিয়ে দিয়েছি অপরাধী যেহোক খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।’
প্রসঙ্গত, গত ১৭ জুলাই রাতে বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে অজ্ঞত ৫ তরুণের বিরুদ্ধে।













