৭ নভেম্বর ২০২৫

নতুন জীবনের জন্য দোয়া চাইলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক »

ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। নায়িকার বাইরে নতুন পরিচয়ে আসছেন তিনি। প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। প্রযোজনায় আসছেন অপু বিশ্বাস। সরকারি অনুদান পেয়েছেন তিনি। এটি বেশ পুরনো খবর। নতুন খবর হলো- সরকারি অনুদানের চেক গ্রহণ করেছেন অপু।

নিজের ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানান দিয়েছেন এ অভিনেত্রী। লিখেছেন, ‘নিউ জার্নি, নতুন লাইফ, সবার কাছে দোয়া চাই।’ অপু আরও লেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই, বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সব সময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

‘লাল শাড়ি’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। সিনেমাটি প্রসঙ্গে সময় সংবাদকে তিনি জানান, প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়েছে। আগামী মাসে কাজ শুরু হবে। দর্শকদের ভালো কিছু উপহার দেয়ার জন্য কাজ করবেন অপু বিশ্বাস।

তথ্য সচিব মো. মকবুল হোসেনের কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করছেন অপু বিশ্বাস। ‘অপু-জয় প্রডাকশন হাউজ’র ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। এটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। সিনেমাটি নির্মাণের জন্য ৬৫ লাখ টাকার অনুদান পেয়েছেন অপু।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ