বাংলাধারা প্রতিবেদক »
বান্দরবানের লামায় স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মো. ফারুক (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭।
বুধবার (২০ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ থানার আজাদ কলোনী দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ফারুক বান্দরবান জেলার লামা থানার বুড়ির ঝুম এলাকার রমিজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে লামা থানার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে আসামি ফারুক বিভিন্ন কথা জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে ধারালো ছুরির ভয় দেখিয়ে হাত ধরে টেনে হিঁচড়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। ওই ছাত্রী রাজি না হওয়ায় ফারুক তাকে ছুরি দিয়ে হত্যার হুমকি দেয় এবং এক পর্যায়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ভিডিওচিত্র তার মোবাইলেও ধারণ করে। ফের শারীরিক সর্ম্পক না করলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলেও হুমকি দেয় ফারুক।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো নূরুল আবছার বলেন, ‘এ ঘটনার পরপরই ওই ছাত্রীর মা বাদি হয়ে বান্দরবান পার্বত্য জেলার লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর পরপরই অভিযান চালিয়ে আমরা অভিযুক্ত ফারুককে আটক করি।’
আসামি ফারুককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
বাংলাধারা/আরএইচআর













