১২ নভেম্বর ২০২৫

হালদায় এক মাসে ৪ মৃত ডলফিন উদ্ধার

রাউজান প্রতিনিধি »

দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী একদিনের ব্যবধানে একই স্থানে ভেসে উঠল মৃত পঁচা ডলফিন। গত একমাসের ব্যবধানে উদ্ধার হয়েছে ৪টি মৃত ডলফিন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাসুদ ও হালদা স্বেচ্ছাসেবক রোসাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় হালদা নদী এই মৃত ডলফিনটি ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হালদা নদী স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে মৃত ডলফিনটি উদ্ধার করেন। ডলফিনটি দৈর্ঘ্য প্রায় ৭ ফুট, ওজন ৬০ কেজি। ডলফিনটি পঁচে যাওয়ায় বন কর্মকর্তার উপস্থিতিতে আজিমের ঘাট এলাকায় মাটি চাপা দেওয়া হয়। একই স্থানে ২০ জুলাই (বুধবার) সন্ধ্যায় একটি ডলফিন উদ্ধার হয়েছিল। এটির দৈর্ঘ্য প্রায় ৭.৫ ফুট, ওজন প্রায় ১০৩ কেজি। ডলফিনটির ঠোঁটের নিচের অংশ বিচ্ছিন্ন করা ছিল। ঠোঁটের দাঁতগুলোও ছিল না। এটিও একই স্থানে মাটি চাপা দেওয়া হয়েছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, বুধবার সন্ধ্যায় ও পরের দিন বৃহস্পতিবার সকালে আজিমের ঘাট এলাকা হতে দুটি ডলফিন উদ্ধার করেছি। এগুলো নদীর পাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। ডলফিনগুলো অংশ বিশেষ গবেষণার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরিটি প্রেরণ করা হয়েছে।

এরপূর্বে গত ১৪ জুলাই (বৃহস্পতিবার) বিকালে রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার বুড়িসর্তা খালে প্রায় ৯ফুট দৈর্ঘ্য, ১২০ কেজি ওজনের এবং গত ১১জুন (শনিবার) বিকেল নদীর রাউজান অংশের আজিমের ঘাট এলাকা হতে প্রায় ৩ ফুট দৈর্ঘ্য, ১৬ কেজি ওজনের ডলফিনটি উদ্ধার করা হয়।

এই নিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বর হতে হালদা ও তার সংযুক্ত খাল হতে উদ্ধার হওয়া মৃত ডলফিনের সংখ্যা ৩৮। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ডলফিনের এই প্রজাতিটিকে অতি বিপন্ন (লাল তালিকাভুক্ত) হিসেবে চিহ্নিত করেছে।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, মৎস্য শিকারীদের অবৈধ উপায়ে পাতানো জালের ফাঁদে পড়ে ডলফিন গুলোর মৃত্যু হচ্ছে। এবার হালদায় মাছের পরিমান বেড়েছে, ডলফিনের সংখ্যাও বেড়েছে। তাই, জেলেরা জাল পাতলে ডলফিন আটকে পড়ে। জালে জড়িয়ে ২০-২৫ মিনিট পানির নিচে থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। বেঁচে থাকলে জেলেরা জাল বাঁচানোর জন্য আটকে পড়া ডলফিনকে পিটিয়ে মেরে ফেলে নদীতে ভাসিয়ে দেয়। তিনি আরো বলেন, একটি ডলফিন পরিপক্ব হতে প্রায় ৭ বছর সময় লাগে। এরপর বাচ্চা দিতে সময় লাগে ২ বছর। এই কারণে ডলফিনের সংখ্যা এমনিতেও কম। এভাবে ডলফিন মরতে থাকলে আগামী ৩-৪ বছরে হালদা নদীতে ডলফিন শূন্য হয়ে যাবে। যা জীববৈচিত্র্যের জন্য হুমকির বার্তা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ