১২ নভেম্বর ২০২৫

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক »

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিনেশ গুনাবর্ধনে। শুক্রবার (২২ জুলাই) শ্রীলঙ্কার রাজনীতির দিকপাল ৭৩ বছর বয়সী দিনেশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন।

দিনেশ গুনাবর্ধনে এর আগে পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি রাজাপাকসের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। যখন নিরাপত্তাবাহিনী ৯ জনকে গ্রেফতার করে অর্থনৈতিক সংকটের প্রতিবাদ করতে আসা জনগণকে দমন করছিল তখনই নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলেন। কলম্বোর সরকারি একটি মাঠ থেকে বিক্ষোভকারীদের ক্যাম্পে অভিযান চালায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

দিনেশ সামরিক কর্মকর্তা ও আইনপ্রণেতায় পরিপূর্ণ একটি কক্ষে প্রেসিডেন্ট বিক্রমাসিংহের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন। বাকি সদস্যরাও শুক্রবারে শপথ গ্রহণ করবেন। ইউক্রেন যুদ্ধের পর দেশের অর্থনৈতিক পতন রুখতে ব্যর্থ হয়ে গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালান।

দিনেশ গোতাবায়া রাজাপাকসের রাজনৈতিক দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনার (এসএলপিপি) নেতা। বৃহস্পতিবার বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রধানমন্ত্রীর পদ খালি হয়। এরপরই রনিল বিক্রমাসিংহের স্কুলজীবনের সহপাঠী দিনেশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
১৯৪৯ সালে জন্ম নেওয়া দিনেশ গুনাবর্ধনে ট্রটস্কিপন্থি জাতীয়তাবাদী মহাজনা একসাথ পেরামুনার (ক্ষমতাসীন এসএলপিপির অংশ) নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে তার বাবা ফিলিপ গুনাবর্ধনের পর নেদারল্যান্ড থেকে উচ্চতর পড়াশুনা শেষ করে দলের হাল ধরেন।

এদিকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বুধবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয় শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। নতুন নেতা নির্বাচিত করতে একে একে ভোট দেন পার্লামেন্টের ২১৯ আইনপ্রণেতা। এ ছাড়াও অনুপস্থিত ছিলেন দুজন। বাতিল হয় আরও চারটি ভোট।

দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তার পক্ষে ভোট পড়ে ১৩৪টি। অপরদিকে প্রধান বিরোধী দল সমর্থিত প্রার্থী দুলাস আলাহাপেরুমা পান ৮২ ভোট। এ ছাড়াও তৃতীয় প্রার্থী অনুঢ়া দেশনায়েকে পান মাত্র তিন ভোট।

নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে বক্তব্য দেন রনিল। তিনি বলেন, শ্রীলঙ্কা কঠিন সময় পার করছে। সংকট সমাধানে সরকারের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রনিল। এর আগে ছয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ