২৫ অক্টোবর ২০২৫

বিএসআরএম’র লরিচাপায় প্রাণ গেলো কলেজছাত্রীর

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর বায়েজিদ থানার বায়েজিদ লিংক রোড এলাকায় লরি চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ছাত্রীর বাবাও।

শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী ফাতেমা জাহান জেবা (১৯) কালুশাহ নগর মানউল্ল্যাহ ফৌজদার বাড়ির রহিম সওদাগরের দোকান সংলগ্ন মো. ফারুক সনি’র একমাত্র মেয়ে ।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মোটরসাইকেলে করে মেয়েকে নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন বাবা। এসময় একটি বিএসআরএম’র একটি লরি এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ওই মেয়ের মৃত্যু হয় এবং তার বাবাও আহত হন।

ওই কলেজ ছাত্রীর বাবা আহাজারি করে এসময় বলেন, ‘আমার মেয়ে, একমাত্র মেয়ে। এখন আমি কি নিয়ে বাঁচব। ও আল্লাহ্, আমার মেয়ে।’

আরও পড়ুন