২৫ অক্টোবর ২০২৫

সিএমপি’র প্রশিক্ষণ ফায়ারিং স্থানান্তরের দাবি কাউন্সিলর বেলালের

জিয়াউল হক ইমন »

জনস্বার্থে সিএমপি পুলিশ লাইনের প্রশিক্ষণ ফায়ারিং চানমারি আবাসিক এলাকার আশপাশ থেকে সরিয়ে নিরাপদ জায়গায় স্থানান্তর করার জোর দাবি জানিয়েছেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল। তিনি আশা করেন, চানমারির আশেপাশে বসবাসরত লক্ষাধিক মানুষের জন নিরাপত্তার কথা বিবেচনা করে সিএমপি কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।

শনিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগযোগ মাধ্যম নিজের ফেসবুক একাউন্ডে স্টাটাস দিয়ে এ দাবি জানান। ওই স্ট্যাটাসে সচেতন নাগরিক সমাজে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে কাউন্সিলর বেলাল বাংলাধারাকে বলেন, ‘প্রায়শই ১৪নং লালখান বাজার ওয়ার্ড কুসুমবাগ আবাসিক এলাকায় বসবাসকারীরা পার্শ্ববর্তী পুলিশ লাইনের ফায়ারিং প্রশিক্ষণের চানমারি নিয়ে নিরাপত্তা জনিত উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করতো। কারণ প্রশিক্ষণ চলাকালীন ফায়ারিং এর শব্দে কোমলমতি শিশুদের মনে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি ফায়ারিং পরবর্তী নির্গত গ্যাসের ঝাঁঝালো গন্ধে শিশু, কিশোর, প্রাপ্ত বয়স্কসহ বয়োজ্যেষ্ঠদের ঘরে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়তো।’

‘তারা আশঙ্কা করতো যেকোন মুহূর্তে অসাবধানতাবশত ফায়ারিং এর ফলে গুলি কিংবা শেল তাদের বাস-গৃহের দিকে ছুটে আসতে পারে এবং মূল্যবান প্রাণহানিসহ তারা দুর্ঘটনার শিকার হতে পারেন। তাদের সেই আশঙ্কা আর উদ্বেগকে সত্য প্রমাণিত করে আজ (শনিবার) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে প্রশিক্ষণ চলাকালীন পুলিশ লাইন থেকে ছোড়া একটি টিয়ারশেল কুসুমবাগ আবাসিক এলাকার একটি বাড়িতে আঘাত করে। টিয়ার শেল থেকে নির্গত ঝাঁঝালো গ্যাসের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে সেখানে কারো থাকা অসম্ভব হয়ে পরে।’— বলেন কাউন্সিলর।

তিনি বলেন, ‘বিল্ডিং বসবাসকারী বাচ্চারা অসুস্হ হয়ে পড়লে গুরুতর একজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহান রাব্বুল আলামীনের কাছে অশেষ শুকরিয়া, দুর্ঘটনা যতটুকু ঘটেছে তা এর চেয়ে বেশি ভয়াবহ হতে পারতো। কারণ টিয়ার শেলটি যেখানে পড়েছে সেই জায়গায় ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে শেলটি মাটিতে না পরে যদি কোন বাচ্চার শরীরে আঘাত করতো তবে দুর্ঘটনার ভয়াবহতা আরো ব্যাপকতা পেত।’

আবুল হাসনাত বেলাল আরও বলেন, ‘খবর পেয়ে ঘণ্টাখানেক পরে সরেজমিনে পরিস্থিতি দেখতে গেলে ঝাঁঝালো গ্যাসের তীব্রতায় তখনও সেই বিল্ডিং এর ভিতর প্রবেশ করা দায় ছিল। মূল্যবান প্রাণহানিরসহ বড় ধরনের কোন দুর্ঘটনা সংঘটিত হ‌ওয়ার আগে সময়ের প্রয়োজনে, জনস্বার্থে পুলিশ লাইনের এই প্রশিক্ষণ ফায়ারিং চানমারি আবাসিক এলাকার আশপাশ থেকে সরিয়ে নিরাপদ কোন জায়গায় স্হানান্তর করার জোর দাবি জানাচ্ছি।’

‘আশা করি, চানমারির আশেপাশে বসবাসরত লক্ষাধিক মানুষের জন নিরাপত্তার কথা বিবেচনা করে সিএমপি কর্তৃপক্ষ এই বিষয়ে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবেন।’— বলেন কাউন্সিলর বেলাল।

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বাংলাধারাকে বলেন, ‘এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এবার কোন কারণে হয়তো এটি চলে গেছে। টিয়ার গ্যাস কোন ক্ষতি করে না, জাস্ট একটা ঝাঁঝালো গন্ধ আছে। তবুও আমরা ডিসি হেডকোয়ার্টারকে জানাবো, যাতে আগামীতে এ ধরনের কোনকিছু না ঘটে।’

আরও পড়ুন