১২ নভেম্বর ২০২৫

চুনতির ১৯ দিন ব্যাপী সীরত মাহফিলের বাছাইপর্ব অনুষ্ঠিত

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ১৯ দিন ব্যাপী ৫২ তম আন্তর্জাতিক সীরতুন্নবী সা. মাহফিল উপলক্ষে পবিত্র আল কোরআন ও নাতে রাসূল সা. পরিবেশের জন্য বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) দিনব্যাপী সীরত ভবনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কোরআনের হাফেজসহ বিভিন্নপর্যায়ের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাছাই কার্যক্রমের সার্বিক ব্যবস্থায় ও তত্ত্বাবধানে ছিলেন, শাহ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা আবদুল মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত, পীরজাদা তৈয়বুল হক বেদার, মাওলানা আবদুল মান্নান, সায়েদ উদ্দীন মোহাম্মদ তারেক, হাফিজুর রহমান ছিদ্দিকী, মাওলানা জিয়াউল করিম প্রমুখ।

মাহফিলে আল-কোরআন ও নাতে রাসূল সা. পরিবেশনে ইচ্ছুকদের বাছাই করতে পৃথক দুটি বিচারিক কমিটি গঠন করা হয়। আল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাছাইয়ে বিচারিক কমিটিতে ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা কামাল উদ্দিন, দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক শাহ ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী জালাল উদ্দিন মুনিরী, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ক্বারী মোহাম্মদ রবিউল্লাহ, চুনতি হেফজখানার শিক্ষক হাফেজ আবুল কাশেম ।

নাতে রসূল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাছাইয়ে বিচারিক কমিটিতে ছিলেন চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা সৈয়দ নূর, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাফিজ ফারুকী, পুটিবিলা হামেদিয়া ফাজিল মাদ্রাসার (আরবী) সহকারী অধ্যাপক মাওলানা শওকত উল্লাহ ফারুকী ও শাহেদুল আনোয়ার মুহাম্মদ সা’দ।

প্রসঙ্গত, ১৯ দিন ব্যাপী ৫২তম আন্তর্জাতিক সীরতুন্নবী সা. মাহফিল চলতি বছরের ৮ অক্টোবর শুরু হবে। ১৯ দিন ব্যাপী এ সীরত মাহফিল ১৯৭২ ইং সালে গোড়াপত্তন করেন চুনতির আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ রা.আ. প্রকাশ শাহ্ সাহেব কেবলা। শুরু থেকে এ মাহফিল রবিউল আউয়াল মাসের ১১ তারিখ শুরু হয়। মাহফিলটিতে দেশের বিভিন্ন এলাকার প্রখ্যাত আলেমগণ নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ