১১ নভেম্বর ২০২৫

১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের চূড়ায় যুবক!

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় মো. নাছির নামে এক যুবক উচ্চক্ষমতা সম্পন্ন ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে চূড়ায় উঠে বসে ছিলেন। পরে মসজিদের মাইকে আজান দিয়ে তাকে নামানো হয়। ফায়ার সার্ভিসের দাবি— তিনি মানসিক ভারসাম্যহীন।

রবিবার (২৪ জুলাই) সকাল ৮ টার দিকে বায়েজিদ লিংক রোডের বাংলাবাজার তারা গেট সংলগ্ন সিভিও পেট্রোল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

মো. নাছিরের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। সে মানসিক ভারসাম্যহীন বলে দাবি ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।

বেল্লাল নামে এক স্থানীয় ব্যবসায়ী জানান, এর আগেও নাছির বিদ্যুৎ সঞ্চালন লাইনের চূড়ায় উঠে বসে ছিলেন। আজান দিলেই সে নেমে আসে। দুর্ঘটনার সম্মুখীন না হলেও এমনই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে সে।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবীর হোসেন বলেন, নাছির নামে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। সে সকালে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একদম চূড়ায় উঠে বসে ছিল। কোনভাবেই যখন তাকে নামানো সম্ভব হচ্ছিল না তখন স্থানীয়দের সহযোগিতায় মাইকে আজান দেয়ার ব্যবস্থা করি। আজান শুনে সে নেমে আসে।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ