৭ নভেম্বর ২০২৫

আনোয়ারায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উপলক্ষে র‌্যালি ও খামারিদের ক্রেস্ট প্রদান

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।

উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. হুজ্জাতুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো. হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শ্রেষ্ঠ মৎস্যজীবী আনোয়ার হোসেন কন্ট্রাক্টর।

উপস্হিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম.নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জাহেদুল হক, সহ-সভাপতি খালেদ মনছুর, সাধারণ সম্পাদক সুমন শাহ, মৎস্য কর্মকর্তা জাহেদ আহমেদ ও মো. এনাম।

অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ মৎস্যজীবী হিসেবে পুরস্কার লাভ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃনাল কান্তি ধর ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর । অনুষ্ঠান শেষে র্যারি ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ