৭ নভেম্বর ২০২৫

বান্দরবানে বিজিবি’র অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

রোববার (২৪ জুলাই) দুপুরে বাইশারী ইউনিয়নের ক্যাংগার বিল এলাকার রাবার বাগানে থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ক্যাপ্টেন তানভীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় রাবার বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিএসএ রাইফেল ১টি, বিদেশি রাইফেল ১টি, ব্যারাল ১টি এবং দেশিয় তৈরি পিস্তল ১টি উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ