৭ নভেম্বর ২০২৫

৯৯৯-এ ফোন পেয়ে ৩ ছিনতাইকারীকে ধরল বাকলিয়ার পুলিশ

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকা থেকে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি পরিসেবা ৯৯৯-এ ভুক্তভোগী আব্দুল খোকন নামে এক ব্যক্তির ফোন পেয়ে ওই ছিনতাইকারীদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল, নগদ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি ধারালো ছুড়ি উদ্ধার করা হয়। 

শনিবার (২৩ জুলাই) দিবাগত রাতে নতুনব্রীজ বশরুজ্জামান গোলচত্তর এলাকা থেকে তাদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম।

গ্রেফতার ৩ ছিনতাইকারী হলেন— চাক্তাই লবনের মিলের পেছনের বারেক মাঝির কলোনীর বাসিন্দা মো. নুর হোসেন (২৪), খাতুনগঞ্জের মো. হানিফ (১৯) এবং চাক্তাই ড্রাম ফ্যাক্টরি এলাকার মো. মাসুদ (২৪)।

ওসি মো. আব্দুর রহিম বলেন, ‘গতরাতে নতুনব্রীজ বশরুজ্জামান গোলচত্তর পাবলিক টয়লেটের পেছন থেকে মো. আব্দুল খোকন নামের এক ব্যক্তি ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় তিনি ৯৯৯ এ ফোন করলে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করি এবং ভিকটিমের ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করি।’

ছিনতাইকারীদের বিরুদ্ধে বাকলিয়া থানার আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ