৭ নভেম্বর ২০২৫

সিএমপি কমিশনারের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নেতৃবৃন্দরা।

সোমবার (২৫ জুলাই) বিকেলে দামপাড়া পুলিশ লাইনন্সের কমিশনার কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক আব্দুস সালাম, এ এম শফিউল করিম খোকন, মো. হাসান জ্যাকি, এম এহসানুল হক, বিজিএমইএ সাবেক পরিচালক হেলাল উদ্দিন চৌধুরীসহ পুলিশের ঊধ্বর্তন নেতৃবৃন্দ।

এসময় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় পোশাক শিল্প সেক্টরসহ সার্বিক  আইন-শৃঙ্খলা রক্ষায় সিএমপির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘সিএমপি সবসময় পোশাক সেক্টরে শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা দিয়ে এসেছে। পূর্বের ন্যায় আগামীতেও এই সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ কমিশনার।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ