বাংলাধারা প্রতিবেদক»
নগরের পাহাড়তলী থানার সিডিএ মার্কেটের মোড়ে নালায় বর্জ্য ফেলায় আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এসময় রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করতে দেখা যায়।
সোমবার (২৫ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, ‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং নালায় হোটেলের বর্জ্য ফেলার অপরাধে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
‘এছাড়া একই অভিযানে সিডিএ মার্কেটের মোড় ও সাগরিকা সড়কের ফুটপাত দখল করে লোহার প্লেট, পুরাতন ইঞ্জিন, ক্যাবল ও বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ১০ জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩৬ হাজার ৫০০ টাকাসহ মোট ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।’
বাংলাধারা/আরএইচআর













