বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. ইউনুস নামে এক যাত্রীর কাছ থেকে ১৬০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর এনএসআইয়ের একটি টিম।
সোমবার (২৫ জুলাই) রাতে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রাম আসলে তাকে আটক করা হয়।
আটক মো. ইউনুস মিয়া তালুকদার চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম কনভেয়ার বেল্টের কাছে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে। এসময় তার লাগেজ তল্লাশি করা হয়। এরপর সেখান থেকে ১৬০ কার্টন বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আটক যাত্রীকে ছেড়ে দেওয়া হবে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এনএসআইয়ের টিম ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ১৬০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। এরপর ব্যক্তিকে আটক করে। জব্দ করা সিগারেটের বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা। এসব সিগারেটগুলো কাস্টমসের কাছে জমা দেয়া হয়েছে।’
বাংলাধারা/আরএইচআর













