৭ নভেম্বর ২০২৫

পুষ্টির ঘাটতি পূরণে দেশি ফল উৎপাদন বাড়াতে হবে

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অঅনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।

এসময় তিনি বলেন, দেশে জনসংখ্যার পাশাপাশি খাদ্য উৎপাদনও বাড়ছে। এ দেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণ হলেও পুষ্টিতে অনেক পিছিয়ে আছে। পুষ্টির ঘাটতি পূরণে দেশীয় ফল উৎপাদন বাড়াতে হবে। খেয়াল রাখতে হবে বিষ মুক্ত ফল ও নিরাপদ সবজি উৎপাদনের মধ্যে দিয়েই সুস্থ জাতি গঠন সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আতিক উল্লাহ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মৎস্য কর্মকর্তা (অ দা) স্বপন চন্দ্র দে, আওয়ামীলীগ সভাপতি মো নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহদাত হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ টি স্টল মেলায় অংশ নেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ