৭ নভেম্বর ২০২৫

বিশেষ কায়দায় পেটে ইয়াবা, পায়ু পথে বের করা হলো ১৪’শ

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে ১৪’শ ইয়াবাসহ মো. সজিব মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক সজিব মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাইছাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড পাঁচ কাইচাইল এলাকার মিয়া বাড়ির মতিন মিয়া প্রকাশ মধুর ছেলে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী এনা পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করে মিরসরাই থানা পুলিশ।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী এনা পরিবহনে তল্লাশি চালানো হয়। এসময় সজিব মিয়ার পেট পুলা থাকায় তাকে মিরসরাই সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে এক্সরে করলে তার পেটে ইয়াবার বডি দেখা যায়। পরে পায়ুপথে ইয়াবাগুলো বের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়- ইয়াবাগুলো ঢাকা নিয়ে যাচ্ছিলো বিভিন্ন মাদকসেবিদের কাছে বিক্রি করার জন্য। তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং- ১৩) দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ