৭ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়া পদুয়ার মাহাবুব চেয়ারম্যানের ৪র্থ মৃত্যুবার্ষিকী শুক্রবার

বাংলাধারা ডেস্ক »

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাঙ্গুনিয়ার প্রবীণ রাজনীতিবিদ পদুয়া ইউনিয়ন আআওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুব আলম চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আগামী শুক্রবার। ২০১৮ সালের ২৯ জুলাই সকাল পৌনে দশটায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পদুয়া ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

এ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মাহাবুব চেয়ারম্যান স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

শুক্রবার সকালে খতমে কোরআন, মিলাদ ও দোয়া-মাহফিল, কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বিকেলে রাজার হাটে স্মরণ সভার আয়োজন করা হবে।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ ও সফল করার জন্য স্মৃতি সংসদের সভাপতি এরশাদ মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. বদিউজ্জমান বদি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

মাহবুব আলম চৌধুরী দুই দফায় পদুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর থেকে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিন সাধারণ সম্পাদক থাকার পর সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি এ দায়িত্বে আসীন ছিলেন।

এছাড়া তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ছয়বার সদস্য ও এক মেয়াদে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। পদুয়া ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ আত্মীয়স্বজন, রাজনৈতিক অঙ্গনের বহু স্বজন-শুভার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ