বাঁশখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবায় এ প্রথম যোগ হলো ডিজিটাল এক্সরে সুবিধা। খুব দ্রুত চালু হবে সিজার অপারেশন সেবাও।
মঙ্গলবার থেকে এ সুবিধা চালু হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার। পরর্বতীতে ডেলিভারী রোগীদের সিজার অপারেশন সেবাও খুব দ্রুত চালু করা হবে বলেও জানান তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালীন আইসোলেশন সেন্টারসহ নানা চিকিৎসা সুযোগ-সুবিধার পাশাপাশি প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হলেও ইলেকট্রিক্যাল কিছু সমস্যার কারণে তা চালু করা সম্ভব হয়নি। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের এক্সরে প্রয়োজন হলে বাইরে বেসরকারিভাবে করতে হতো।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার বলেন, বর্তমানে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে মেশিন সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে সেবাগ্রহীতাদের জন্য। এখন থেকে সরকারি ফি দিয়ে কম খরচে যক্ষ্মা রোগীসহ বিভিন্ন রোগের চিকিৎসায় প্রয়োজন মতো এক্সরে সুবিধা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পেতে পারবে বলে তিনি জানান। তাছাড়া দ্রুত অনলাইন রিপোর্টও প্রদান করা হবে। আগামী সপ্তাহের দিকে ডেলিভারী রোগীদের জন্য সিজার অপারেশন সেবাও চালু করা হবে।













