বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালী উপজেলায় খাল থেকে আহমদ নূর (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম শাকপুরা আজগর আলী উচ্চ বিদ্যালয়ের পাশের একটি খালে তার মরদেহ পাওয়া যায়।
নিহত আহমদ নূর স্থানীয় আনছার আলী বাড়ির মৃত মুন্সী মিয়ার ছেলে। তার ২ ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘আহমদ নূর সকালে খালে মাছ ধরতে ঘর থেকে বের হন। দুপুরের দিকে স্থানীয়রা তার মরদেহ খালে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করা হয়।’













