৭ নভেম্বর ২০২৫

চন্দনাইশে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

চন্দনাইশ প্রতিনিধি »

চন্দনাইশে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) উপজেলা ভিডিও কনফারেন্স কক্ষে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে আলোচনা অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, চট্টগ্রাম মেট্রোপলিটন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মুকুল জ্যেতি চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. সালেহ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, চেয়ারম্যান যথাক্রমে আহমদুর রহমান, আবদুল শুক্কুর, নুরুল হক প্রমুখ।

আলোচনা মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে নতুন নতুন মতামত উপস্থাপন করা হয়। যা মন্ত্রণালয় পর্যন্ত পাঠানো হবে এবং সুচিন্তিত মতামতগুলো নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করার আশ্বাস দেন উপ-পরিচালক মুকুল জ্যেতি চাকমা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ